শুধু সিলেট-২ আসন নয়, সারাদেশের জাতীয়তাবাদী শক্তির কাছে এম. ইলিয়াস আলী একটি অনুভূতির নাম, একটি আন্দোলনের প্রতীক। দীর্ঘ ১৩ বছর ধরে নিখোঁজ এই জনপ্রিয় নেতা আজও দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অসংখ্য নেতাকর্মীর হৃদয়ে জীবন্ত। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি কর্মীর কাছে ইলিয়াস আলী মানেই ত্যাগ, সাহস আর নেতৃত্বের প্রতিচ্ছবি। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা চলছে। এ সময় দলের একাংশের দাবি—এই আসনে অন্য কোনো হাইব্রিড বা অপরিচিত নেতাকে মনোনয়ন না দিয়ে এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রশীদ লুনাকে প্রার্থী করা উচিত। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, ২০১২ সালে ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে লুনা ভাবীই সংগঠনের নেতাকর্মীদের আগলে রেখেছেন, দলের দুঃসময়েও তাদের পাশে ছিলেন। তার নেতৃত্বেই এলাকায় বিএনপি সংগঠিত ও...