ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এ যেন স্বপ্নের ডিসেম্বর অপেক্ষা করছে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফরের খবর তো আগেই নিশ্চিত হয়েছে। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আরও বড় চমক—শোনা যাচ্ছে, মেসির সঙ্গে কলকাতায় আসতে পারেন তার প্রিয় সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও লুইস সুয়ারেজ এবং থাকতে পারেন বার্সা কিংবদন্তি ডেকোও। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।একটি আয়োজক সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে তারা জানিয়েছে, ডিসেম্বরের এই সফরকে ঘিরে ‘বার্সেলোনা পুনর্মিলন’-এর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। ‘আলোচনা চলছে এবং সম্ভাবনাও বেশ উজ্জ্বল। মেসির সঙ্গে আরও তিনজন তারকাকে কলকাতায় আনার চেষ্টা চলছে। একরকম বার্সেলোনা পুনর্মিলন ঘটানোর পরিকল্পনাই চলছে কলকাতায়,’ বলেন আয়োজকদের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র।সূত্রটি আরও জানিয়েছে, ‘যদিও মেসি কলকাতা সফরের পর দিল্লি ও মুম্বাইয়েও যাবেন, নেইমার, সুয়ারেজ এবং ডেকো শুধুমাত্র কলকাতায়ই যোগ দেবেন।’এই...