করোনাভাইরাসের কথা উঠলেই আমাদের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়ে। গৃহবন্দী জীবন, কেউ কারও পাশে নেই। এদিকে একের পর এক দুঃসংবাদ ভেসে আসছে টিভির পর্দায়। জীবন যেন থমকে দাঁড়িয়েছিল সে সময়। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়, প্রতিটি দিন যেন সেটাই জানান দিচ্ছিল। দুনিয়ার নানা প্রান্তে কঠিন সেই সময়ের দিনলিপি পর্দায় উঠে এলেও দেশের সিনেমা-সিরিজে সেভাবে কোভিডের গল্প উঠে আসেনি। এর মধ্যে ব্যতিক্রম পিপলু আর খানের ‘জয়া ও শারমিন’। চলতি বছরের ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি গত ২৬ সেপ্টেম্বর এসেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। করোনাকালে গৃহবন্দী হয়ে পড়েন অভিনেত্রী জয়া (জয়া আহসান)। তাঁর সঙ্গে থাকে শুধুই তাঁর গৃহকর্মী শারমিন (মহসিনা আক্তার)। একসঙ্গে থাকতে থাকতে দুজন হয়ে ওঠেন একে অন্যের হাতিয়ার। জয়ার হাতে এ সময় আসে এমন একটি চিত্রনাট্য, যার গল্পও খুব...