আফগানিস্তানের সঙ্গে সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভারত। তারই অংশ হিসেবে কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তর করা হবে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এ ঘোষণা দেন। সে সময় তার পাশে উপস্থিত ছিলেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। জয়শঙ্কর বলেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ভারত। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, কাবুলে আমাদের টেকনিক্যাল মিশন এখন দূতাবাসের মর্যাদা পাচ্ছে। তিনি আফগানিস্তানের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের ‘গভীর আগ্রহ’-এর কথা উল্লেখ করে জানান, দেশটিতে ইতোমধ্যে চলমান ভারত-সমর্থিত একাধিক প্রকল্পের পাশাপাশি আরও ছয়টি নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। আফগান জনগণের স্বাস্থ্যখাতে ভারতের দীর্ঘদিনের সহায়তার কথাও স্মরণ করিয়ে দেন জয়শঙ্কর। কোভিড-১৯ মহামারির সময়কার সহায়তার প্রসঙ্গ তুলে তিনি ২০টি অ্যাম্বুলেন্স উপহার হিসেবে দেওয়ার ঘোষণা...