বলিউডের রূপালী পর্দায় যত নায়িকার আগমন হয়েছে, সময়ের সঙ্গে অনেকেই হারিয়ে গেছেন আলোর আড়ালে। কিন্তু এক নাম আজও অটুট, অমলিন ‘রেখা’। তিনি শুধু অভিনেত্রী নন, সৌন্দর্য, স্টাইল আর আত্মবিশ্বাসের এক জীবন্ত সংজ্ঞা। বয়সের ক্যালেন্ডার পেরিয়ে গেলেও তার উপস্থিতি আজও তাজা ফুলের মতো সতেজ। কঞ্জিভরম শাড়ি, সোনার গহনা আর লাল টিপে মোড়া সেই রাজকীয় ভাব-প্রতিটি অনুষ্ঠানে রেখা যেন সময়ের সীমানা ভেঙে জানান দেন, সৌন্দর্য কোনো বয়সের নয়, এটি এক অন্তর্গত শক্তি, এক শিল্প। ছবি: ইনস্টাগ্রাম থেকে আজ এই জীবন্ত কিংবদন্তীর জন্মদিন। বয়স, সময়, প্রজন্ম-বকিছুকেই যেন নিজের স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে পরাজিত করেছেন তিনি। তার ফ্যাশন এখনো ততটাই আলোচিত, যতটা ছিল কয়েক দশক আগে। রেখার ফ্যাশনের কথা উঠলে প্রথমেই চোখে পড়ে তার ঐতিহ্যবাহী কঞ্জিভরম শাড়ি আর ভারী সোনার গহনা। লাল, সোনালি, অফ-হোয়াইট...