যে সন্তানদের রক্তে ২৪ এর গণঅভ্যুত্থান সফল হয়েছে, তাদের দায় মেটাতেই জামায়াতে ইসলামী নির্বাচনকে সফল করতে রাজপথে আন্দোলন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় গোলাম পরওয়ার বলেন, পিআরের দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। এসময় দেশ আর কোনো রক্তক্ষরণ দেখতে চায় না উল্লেখ করে সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনেক উপদেষ্টা কিছু বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে তাঁর দায়িত্বে অনড় থাকার অনুরোধ করেন এই জামায়াত নেতা। নির্বাচনকে সামনে রেখে এখনো...