চার বছর আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত। শুক্রবার আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর দূতাবাস বন্ধ করে দিয়েছিল ভারত। অবশ্য ২০২২ সালে বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা সহজতর করার জন্য একটি ছোট মিশন শুরু করেছিল নয়া দিল্লি। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের দূতাবাস কাবুলে অবস্থিত। অবশ্য রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে। শুক্রবার ছয় দিনের ভারত সফর শুরু করেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। দিল্লিতে তার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস...