সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর নাছিমউদ্দিন মালিথা ২০২০ সালের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ইন্তেকাল করেন। বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা। মূলত রবীন্দ্র গবেষক হিসেবে কাজ করলেও লিখেছেন বাংলা ভাষার শব্দের নানা দিক নিয়ে “বাংলা বানান ও টুকিটাকি”, কবিতা গ্রন্থ “বুকের মধ্যে পোষা পায়রা” এবং প্রবন্ধ। আমৃত্যু তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা ছিলেন তিনি। নাছিমউদ্দিন মালিথার...