অবশেষে টুইটারের সাবেক চার জ্যেষ্ঠ নির্বাহীর সঙ্গে সমঝোতায় পৌঁছাল মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও তার সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি এক্স। টুইটারের ওই সাবেক চার নির্বাহীর মধ্যে রয়েছেন পারাগ অগারওয়ালও। তাদের অভিযোগ ছিল, টুইটার অধিগ্রহণের পর প্রতিশ্রুত ১২.৮ কোটি ডলার বেতন না দেওয়ার পাশাপাশি তাদের চাকরি থেকেও বরখাস্ত করেছেন মাস্ক। গত সপ্তাহে স্যান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে দাখিল করা এক নথিতে প্রথমবার এই সমঝোতার কথা জানানো হল। তবে এতে চুক্তির কোনো শর্তাবলী কোনো পক্ষই প্রকাশ করেনি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। এর আগে, সমঝোতাটি চূড়ান্ত করতে বুধবার মামলার নথি দাখিলের সময়সীমা ও শুনানির তারিখ পিছিয়ে দিয়েছিলেন এক ফেডারেল বিচারক। গত অগাস্টে আরও একটি আলাদা মামলায় সমঝোতায় রাজি হয়েছিল এক্স, যেখানে টুইটারের সাধারণ কর্মীরা অভিযোগ করেছিলেন, গণছাঁটাইয়ের সময় তাদের চাকরি চলে যাওয়ার পরও কোম্পানি...