ভেনেজুয়েলার জনগণের ‘গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে’ ভূমিকার জন্য দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো পেয়েছেন ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার। নরওয়ের নোবেল ইন্সটিটিউট আজ শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৬তম শান্তির নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। এ পুরস্কারের অর্থমূল্য এবার ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার। নোবেল কমিটি মাচাদোকে এমন এক নারী হিসেবে বর্ণনা করেছে, যিনি “অন্ধকার সময়েও গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন”। তাদের ভাষায়, “গণতন্ত্রের পক্ষে নিরলস সংগ্রামের স্বীকৃতি হিসেবেই ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার তারই প্রাপ্য।” ৫৮ বছর বয়সী মাচাদো একজন **ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার** এবং দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট **নিকোলাস মাদুরো সরকারের অন্যতম কড়া সমালোচক**। ২০২৪ সালে ভেনেজুয়েলার আদালত তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করে, যাতে তিনি মাদুরোকে সরাসরি চ্যালেঞ্জ করতে না পারেন। নির্বাচনে অংশ নিতে না পারলেও...