ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আজ শুক্রবার জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে টেলিগ্রামে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২:০০টা থেকে সৈন্যরা নতুন লাইন বরাবর নিজেদের অবস্থান নিতে শুরু করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাউদার্ন কমান্ডের আইডিএফ সৈন্যরা এই এলাকায় মোতায়েন আছে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি মোকাবিলা।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ফিলিস্তিনিরা গাজার উত্তরে ফিরতে শুরু করেছে। জানা গেছে, চুক্তি অনুযায়ী অবিলম্বে গাজায় বিনা বাধায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে এটি এখনও শুরু হয়েছে কিনা, সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। ইসরায়েলি সৈন্যরা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের জন্য নির্ধারিত মোতায়েন লাইনগুলোতে প্রাথমিকভাবে প্রত্যাহার সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনা প্রত্যাহারের ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলের হাতে থাকা বাকি সকল জিম্মি এবং প্রায় ১,৭০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি...