নিউ জিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান রস টেইলর তার মায়ের দেশ সামোয়ার হয়ে খেলতে শুরু করেছেন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক (ইএপি) অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ওমানের বিপক্ষে তার অভিষেক হয়েছিল বুধবার। অভিষেক ম্যাচে তারা হেরে গিয়েছিল ওমানের কাছে। তবে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাতে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সামোয়া। ৬ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পাপুয়া নিউ গিনি আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান করে জয় নিশ্চিত করে সামোয়া।আরো পড়ুন:টস হেরে বোলিংয়ে বাংলাদেশঅভিষেক ঝড়ে খুলনা ফাইনালে ব্যাট হাতে সামোয়াকে জেতান সিয়ান সোলিয়া। তিনি ৪৫ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন। এছাড়া বেঞ্জামিন মাইলাটা ১৯, দারিউস ভিজের...