গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ১৮ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ১৮ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে নতুন করে কেউ উপসর্গ নিয়ে হাসপাতালে আসেনি। অ্যানথ্রাক্স হলো, ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের স্পোর গঠনকারী ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সংক্রমণ। প্রাণি থেকে এ রোগ মানুষে ছড়ায়। যে প্রাণিরা জাবর কাটে, যেমন গরু, ছাগল, ভেড়া—এরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। আক্রান্ত পশু থেকে ও দূষিত পশুজাতপণ্য থেকে মানুষ আক্রান্ত হতে পারে। অ্যানথ্রাক্স সাধারণত প্রাণি থেকে প্রাণিতে বা মানুষ থেকে মানুষে ছড়ায় না।আরো পড়ুন:শরীয়তপুরে ৪ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে: সিভিল সার্জনফরিদপুরে ৫ লাখ ২৮ হাজার শিশু পাবে টাইফয়েডের...