ঝিনাইদহে ডিম দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে। এবারের ডিম দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল "ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন।" ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়। শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.এস.এম. আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি কর্মকর্তা ডা. সঞ্জিব কুমার বিশ্বাস, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম। এ সময় আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর...