মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে মোট ২১ কেজি ইলিশ, দুটি মাছ ধরার নৌকা এবং প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিন জেলের মধ্যে দুজনকে এক মাসের কারাদণ্ড এবং অপরজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতরা হলেন তেওতা গ্রামের আবু বকর শেখের...