রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নজরুল ইসলাম (৪৭)। দীর্ঘ সাত মাস ধরে নিখোঁজ থাকার পর বুধবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। এ খবরে শোকের ছায়া নেমে এসেছে নজরুলের পরিবারে। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, নজরুল ইসলাম ২০২০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন। পরে স্থানীয় রাজবাড়ীর শ্রীপুর বাজারে একটি মুদি দোকান খুললেও ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়েন। আর্থিক সংকটের সুযোগে স্থানীয় দালাল ফরিদ হোসেন তাকে রাশিয়ায় নিরাপত্তাকর্মীর চাকরির প্রলোভন দেখান। স্ত্রী আইরিন আক্তার বারবার আপত্তি জানালেও নজরুল সংসারের ভবিষ্যতের কথা ভেবে রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নজরুল রাশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সেখানে পৌঁছানোর পর তাকে এক মাসের সামরিক...