বর্তমানে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বন্ধু, পরিবার বা অফিস সব জায়গাতেই এই অ্যাপের ব্যবহার এখন অপরিহার্য। কিন্তু আপনি কি জানেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না? হয়তো ভাবছেন এমনটা অসম্ভব, অথচ প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অবচেতনে আপনার অ্যাকাউন্ট অন্য ডিভাইসে লগইন থাকতে পারে! এটি কেবল আপনার গোপনীয়তাকেই হুমকির মুখে ফেলে না, বরং ব্যক্তিগত বার্তা, ছবি, এমনকি কলের তথ্যও অন্যের হাতে চলে যেতে পারে। তাই এখনই জেনে নিন কীভাবে সহজে বুঝবেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকে পড়েছে কি না— ১. লিংকড ডিভাইস চেক করুনপ্রথমেই নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলে Settings > Linked Devices অপশনে যান। সেখানে কোনো অচেনা ডিভাইস, যেমন ক্রোম, এজ বা উইন্ডোজ ব্রাউজারের নাম দেখা গেলে বুঝবেন কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে Log Out...