নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঘনঘটায় আবারো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দিকে তীর ছুড়লেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করলেন, ওবামা কোনো কাজ না করেই এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন। খবর দ্য ইকোনমিক টাইমসের। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ওবামা কিছুই না করেই পুরস্কার পেয়েছেন। তারা তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া আর কিছুই না করার জন্য।’ নিজের কৃতিত্বের কথাও তুলে ধরেন তিনি। বলেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি। সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছি, অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছি। কিন্তু আমাকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি।’ ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত...