চায়ের কাপ হাতে না থাকলে অনেকের দিনই যেন শুরু হয় না। সকালে ঘুম থেকে উঠে, দুপুরে খাবারের পর কিংবা সন্ধ্যার আড্ডায়— চা যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কেউ কেউ তো রাতে ঘুমাতে যাওয়ার আগেও চা খান!কিন্তু যেসব চা আমরা বাইরে দোকান থেকে খাই— বিশেষ করে যে চা গরম পানিতে টি ব্যাগ ডুবিয়ে বানানো হয়— সে চা কি আদৌ শরীরের জন্য নিরাপদ? অনেকেই বলেন, টি ব্যাগের চা খাওয়া ঠিক না। আবার অনেকে বলে থাকেন, এতে শরীরের ক্ষতি হয়।আরও পড়ুন :সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকারআরও পড়ুন :সকালে খালি পেটে পানি পানের ৯ উপকারিতাখাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণাতাহলে কি টি ব্যাগ দিয়ে বানানো চা শরীরের জন্য ক্ষতিকর? চলুন দেখে নেই একজন পুষ্টিবিদের মতামত।চায়ের...