আফগানিস্তানের জাতিসংঘ-নিষেধাজ্ঞাপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সপ্তাহব্যাপী ভারত সফর শুরু হয়েছে। ২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর কোনো শীর্ষ তালেবান নেতার এটাই প্রথম ভারত সফর। মুত্তাকির এই সফর সম্ভব হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে তার ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় পাওয়ায়। ভারতের পক্ষ থেকে এই সফরকে বিশেষ গুরুত্ব দিলেও কূটনৈতিক মহলে এখন আলোচনায় এসেছে তালেবানের পতাকা ব্যবহার জনিত অস্বস্তিকর এক পরিস্থিতি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ফলে, তালেবানের সাদা পটভূমিতে কালো ‘শাহাদা’ (ইসলামিক ঘোষণা) লেখা পতাকাটিকে সরকারি মর্যাদা দিতে পারছে না নয়াদিল্লি। কিন্তু কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী, সফরকারী নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ছবি তোলার সময় তার দেশের পতাকা রাখা বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে দক্ষিণ ব্লকের (ভারতের পররাষ্ট্র দপ্তর) কর্মকর্তারা একটি কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের...