ঢাকা:দেশে প্রতি বছর ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হয়। এর মধ্যে প্রায় ছয় হাজার নারী মৃত্যুবরণ করেন।এর কারণ অসচেতনতা, লুকিয়ে রাখা ও দ্রুত চিকিৎসা না নেওয়া। তাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারসহ সব জায়গায় এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। স্তন ক্যান্সারে আক্রান্ত হলে সেটি লুকিয়ে না রেখে দ্রুত চিকিৎসা নিতে হবে। তাহলে এ মরণব্যাধি প্রতিরোধ করা সম্ভব। শুক্রবার (১০ অক্টোবর) স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গোলটেবিল আলোচনায় বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, আগামী ৩০–৩১ অক্টোবর ‘গোলাপি সজ্জিত বাসে’ রাজশাহী ও খুলনা পথে সচেতনতামূলক ক্যাম্পেইন হবে। আর ৮ নভেম্বর ঢাকায় ‘চতুর্থ সমাজভিত্তিক...