এর আগে এ পরিচালক বলিভাইজানখ্যাত অভিনেতা সালমানকেও আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, সালমানের পরিবারের সদস্যরা স্বাভাবিক মানুষ নন এবং তারা অপরাধ জগতের সঙ্গে জড়িত। এ ধরনের ধারাবাহিক মন্তব্যের কারণে অভিনব কাশ্যপ প্রায়ই বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন। অভিনব কাশ্যপ বলেন, এই দেশে থেকে চাওয়ার বা প্রার্থনার শেষ নেই; কিন্তু শাহরুখের ‘স্বর্গ’ যেহেতু দুবাইয়ে, তাই তার সেখানেই চলে যাওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম 'জান্নাত'। আর মুম্বাইয়ের বাড়ির নাম 'মান্নাত'— এর অর্থ কী? অর্থাৎ এ দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। আর এ দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তাহলে ভারতে আপনি কী করছেন? আরও পড়ুনআরও পড়ুনঐশ্বরিয়ার প্রতিদ্বন্দ্বী এখন সিনেমা-সংসার ছেড়ে সন্ন্যাসিনী...