ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের অকুতোভয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় এই ঘোষণা আসে। নোবেল কমিটি বলছে, ক্রমবর্ধমান সংকটের মধ্যেও সাহসিকতার সাথে গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রাখার প্রতিশ্রুতি এবং লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। নরওয়েজিয়ান নোবেল কমিটি তাদের ঘোষণায় জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের অগ্রগতিতে মারিয়া কোরিনা মাচাদোর নিরলস কাজ এবং স্বৈরাচার থেকে গণতন্ত্রে একটি ন্যায্য ও শান্তিপূর্ণ উত্তরণের জন্য তাঁর সংগ্রামকে সম্মান জানাতেই এই পুরস্কার। মাচাদোকে সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় বেসামরিক সাহসের এক অসাধারণ উদাহরণ হিসেবে অভিহিত করা হয়েছে। একসময় বিভক্ত থাকা ভেনেজুয়েলার বিরোধী দলগুলোকে একত্রিত করার ক্ষেত্রে তিনি মূল ভূমিকা পালন করেছেন। তিনি ২০ বছর আগে গণতান্ত্রিক উন্নয়নের জন্য নিবেদিত সংগঠন...