নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আলোড়ন সৃষ্টিকারী সিনেমা 'বেদের মেয়ে জ্যোৎস্না'খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ভালো নেই। বর্তমানে লন্ডনে হার্লি স্ট্রিট ক্লিনিকে ব্রেন টিউমারে চিকিৎসাধীন। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম। এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করেছেন ঢালিউড সিনেমা জগতের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও খলঅভিনেতা—মিশা সওদাগর, অভিনেতা নাঈম ও আমিন খান। মিশা সওদাগর বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্র শিল্পের অন্যতম অভিভাবক। একসময় তিনি শিল্পী সমিতির সভাপতিও ছিলেন। তার অবদান অনস্বীকার্য। সবার মতো তিনি আমারও শ্রদ্ধার মানুষ। তিনি বলেন, কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর কিছু দিন আগেই জেনেছি। পারিবারিকভাবে এটি গোপন রাখা হয়েছিল, তাই কাউকে বলিনি। এখন পরিবার থেকেই দোয়া চাওয়া হয়েছে। এ খলঅভিনেতা...