জেনি, মেইক অ্যা উইশ সিরিজ নিয়ে কঠিন চাপে পড়েছে নেটফ্লিক্স। ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা উপেক্ষার অভিযোগ উঠেছে সিরিজটি ঘিরে। আন্তর্জাতিক সমালোচনার মুখে এখনো সিরিজটি সরায়নি প্রতিষ্ঠানটি। তবে বিতর্ক ঘিরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সিরিজটির নির্মাতারা। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কোরিয়ান সিরিজ ‘Genie, Make a Wish’। মুক্তির পরপরই মুসলিমবিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছে সিরিজটি। অনেক মুসলিমপ্রধান দেশের দর্শক নেটফ্লিক্স থেকে সিরিজটি সরানোর দাবি তুলেছেন। তাদের অভিযোগ— ‘Iblis’ নামটি রোমান্টিক বা নায়কোচিত চরিত্রে ব্যবহার করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। সিরিজটির নায়কের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে ‘Iblis’, যা ইসলামধর্মে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত। মুসলিম দর্শকরা অভিযোগ করেছেন, ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ বিতর্ক ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে #CancelGenie এবং #BoycottNetflix হ্যাশট্যাগে বয়কট আন্দোলন। এদিকে সিরিজটির নির্মাতারা বলেছেন, পুরো গল্পটি দেখলে...