১০ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম একসময় তিনি ছিলেন ভারতের উদ্ভাবনী শক্তির প্রতীক। শিক্ষাক্ষেত্রে তাকে ধরা হতো এক মহান সংস্কারক। সেই সোনম ওয়াংচুক এখন লাদাখের প্রতিবাদী কণ্ঠস্বর। লাদাখের পরিবেশ বাঁচানো, ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তি-সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে লে থেকে দিল্লির উদ্দেশে হেঁটে রওনা দিয়েছিলেন সোনম ওয়াংচুক। সোমবার বেশি রাতে তাঁরা এসে পৌঁছন হরিয়ানা-দিল্লির সিংঘু সীমানায়। পরিকল্পনা ছিল, সেখানে বিশ্রাম নিয়ে মঙ্গলবার তাঁরা আসবেন দিল্লির মজনু কা টিলা পর্যন্ত। বুধবার অর্থাৎ গান্ধীজয়ন্তীর দিন সেখান থেকে যাবেন রাজঘাটে। অশান্ত লাদাখ শান্ত করতে নরেন্দ্র মোদির বিজেপি সরকার পরিচিত পথেই হাঁটছে। বুধবারের গোলমালের জন্য সরকার যাকে ‘পালের গোদা’ ঠাউরেছে, ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত সেই শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ এনে তাঁর লাইসেন্স...