গোঁফ রেখে ‘সোলজার’ সিনেমার নতুন লুক প্রকাশ করলেন শাকিব খান। শুক্রবার সকালে প্রকাশিত তার এই লুক দেখে চমকে গেছেন নেটিজেনরা! তিনদিন আগে সোশ্যাল মিডিয়াতে এসেছিল এই সিনেমাটির অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস, যা নিয়ে দর্শকদের উন্মাদনাও ছিল বেশ। এবার লুক প্রকাশ করে হইচই ফেলে দিলেন এই তারকা অভিনেতা। প্রকাশিত লুকে শাকিব খানকে দেখা গেল এক অচেনা অবতারে, যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। এদিন নিজের ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার সৈনিক আপনার সেবায় নিয়োজিত’। সেই পোস্টারে শাকিবকে দেখা গেছে একজন রহস্যময়-দৃঢ়চেতা পুরুষ হিসেবে। তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোঁফ এবং চোখে-মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি; সব মিলিয়ে লুকটি একদমই চিরচেনা শাকিব খানের থেকে আলাদা। স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। নতুন এই...