কাগজে-কলমে টিকে থাকা সমীকরণ মিলিয়ে এশিয়ান কাপের বাছাই উৎরানো এখন বাংলাদেশের জন্য খুব কঠিন। তবে অসম্ভব তো নয়। জামাল ভূঁইয়ার মনোভাবও যেন ঠিক তাই, শেষের আগে শেষ নয়। হংকং চায়নার পথে উড়াল দেওয়ার আগে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ঝরল প্রায় অসম্ভব বৈতরণীই পার হওয়ার আশাবাদ। বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হংকংয়ের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে তলানিতে নেমে গেছে হাভিয়ের কাবরেরার দল। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে হংকং। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে আছে ভারত, ২ পয়েন্ট নিয়ে। গ্রুপ সেরা হতে বাকি তিন ম্যাচেই এখন জিততে হবে বাংলাদেশকে। এই তিন পরীক্ষার প্রথমটি আগামী মঙ্গলবার, হংকংয়ের মাঠে। শুক্রবার দেশটির পথে রওনা হওয়ার আগে জামাল বলে গেলেন, হাল...