চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার ১০ অক্টোবর নরওয়েভিত্তিক নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার সাধারণ জনগণকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে ফেরানোর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মাসাদোকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠন ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর নোবেল পাওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত পুরস্কার পাননি তিনি। গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের সংগঠন নিহন হিদানকিও। তারা পারমাণবিক হামলার শিকারদের প্রতিনিধিত্ব এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার...