সংক্ষিপ্ত সফরে ইসরাইল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার সকাল ৯টার কিছু পরেই ট্রাম্প বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন বলে কথা রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের। বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেবেন। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরের পর এই সফরের আয়োজন করা হয়। চ্যানেল ১২ জানায়, সফরটি হবে সংক্ষিপ্ত। নেসেটে ভাষণ শেষে ট্রাম্প সরাসরি বিমানবন্দরে ফিরে যাবেন এবং দেশ ছাড়বেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সফরটি আগের পরিকল্পনার চেয়ে সংক্ষিপ্ত হচ্ছে। কারণ ট্রাম্প রোববার...