নিজস্ব প্রতিবেদক : নরওয়ের অসলো থেকে ঘোষণা করা হয়েছে, ২০২৫ সালের শান্তি নোবেল পুরস্কার অর্জন করেছেন ভেনেজুয়েলের বিরোধী নেতা মেরিয়া কুরিনা মাচাদো। নোবেল কমিটি জানায়, মাচাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে ভেনেজুয়েলাতে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার অবিচল ও সাহসী ভূমিকার জন্য। তাঁর দীর্ঘকালীন সংগ্রাম, স্বৈরশাসন থেকে ন্যায্য ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরে অবদান—এসবই পুরস্কারের মূল কারণ। কমিটি বিবৃতিতে উল্লেখ করেছে, মাচাদো শুধুমাত্র ভেনেজুয়েলায় নয়, সারা বিশ্বের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন। গত বছর শান্তি নোবেল পেয়েছিলেন জাপানের অ্যান্টি-নিউক্লিয়ার সংগঠন নিহন...