বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অনৈতিক কাজে লিপ্ত থাকতেন। প্রত্যেকে সামাজিকভাবে অপরাধী ছিলেন। সমাজে লুটপাটের কারণে তাদের ঐতিহ্যবাহী সংগঠনের প্রতি বিগত ১৭ বছর মানুষের অনিহা ছিল। ১৭ বছরের আন্দোলন এক পর্যায়ে গিয়ে বিস্ফোরণে রূপ নিয়েছে। এখানে ছাত্র-জনতার সর্বোচ্চ ভূমিকা ছিল। ১৭ বছর ফ্যাসিস্টদের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এদেশের মানুষ তাদের বিমুখ হয়েছিল। তারা মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা নষ্ট করেছে। শুক্রবার সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। টুকু বলেন, “বৈদেশিক গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এমন নজির কোথাও হয়নি। বাংলাদেশে এই বার একমাত্র প্রত্যেকটি থানায় পুলিশ ছিল না। বাংলাদেশে ৪...