চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত সংগ্রাম এবং শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় এ পুরস্কার ঘোষণা করা হয়। খবর আলজাজিরার। নোবেল কমিটি ঘোষণায় বলেছে, ভেনিজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকারের প্রচার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি ন্যায্য ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য নিরলস সংগ্রামের কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। ২০২১ সাল থেকে ভেনিজুয়েলার অন্যতম বিরোধী নেত্রী হিসেবে মাচাদো দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার। তিনি দেশের ভঙ্গুর অর্থনীতি, ব্যাপক দুর্নীতি ও নাগরিক স্বাধীনতা হরণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছেন। রাজনৈতিক চ্যালেঞ্জ এবং একাধিকবার কারারুদ্ধ...