৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় জাতীয় ঐকমত্য কমিশন, আয়নাঘর ও জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন এসেছে। শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এই পরীক্ষায় সেট-৩ এর ৩৯ নম্বরে প্রশ্ন করা হয়—চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? সেখানে উত্তরের জন্য চারটি অপশন রয়েছে। সেগুলো হলো (ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ (খ) সংসদের আসন বৃদ্ধি (গ) সংরক্ষিত নারী আসন বাতিল (ঘ) পিআর (PR) চালু করা। এছাড়া বিশেষ এ বিসিএস পরীক্ষায় আয়নাঘর নিয়ে একটি প্রশ্ন এসেছে। পরীক্ষার সেট ২ এর ৭৪ নম্বরে ‘আয়নাঘর কী?’ প্রশ্ন করা হয়। সেখানে চারটি অপশনের প্রথমে রয়েছে ‘স্বচ্ছ কামরা’, তারপর ‘পরিবেশবান্ধব কৃষিকাজ’। তিন নম্বর অপশনে রয়েছে ‘গোপন কারাগার’ শব্দটি। শেষের অপশন ছিল ‘একটি হলিউড মুভি’। এছাড়া সেট-৩ এ ৬৭ নম্বরে বাংলাদেশে...