রাজধানীর দৈনিক বাংলা মোড়স্থ শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু জাফর, তৌহিদ আউয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক বায়জিদ হোসাইন, মো. তরিকুল ইসলাম তারিক, আব্দুর রহিম রনি, আজিজুল হক জিয়ন, কাউসার মাহমুদসহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক এমএ হান্নান সামিসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, ১৯৯০ সালের...