মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংস পেশীতে চোট পেয়েছিলেন মারুফা আক্তার। সে কারণে ওই ম্যাচে ইনিংসের শেষ দিকে আর বোলিং করতে পারেননি তারকা পেসার। শঙ্কা জেগেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে খেলা নিয়েও। তবে শঙ্কা কাটিয়ে দলে আছেন মারুফা। ২০ বছর বয়সী ডানহাতি এ পেসারকে একাদশে রেখেই বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তার আগে গুয়াহাটিতে টস জিতে বাংলাদেশকে আগে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। অবশ্য টসের সময় নিগার সুলতানা জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে বোলিং-ই বেছে নিতেন। ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সঙ্গে ৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে কিউইরা জিতেছে দুটি ম্যাচে। বাকি দুটি ভেস্তে গেছে বৃষ্টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে প্রথম জয়ের খোঁজে আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলার জায়গায়...