আরও পড়ুনআরও পড়ুনকলকাতার ছবিতে না থাকার কারণ জানালেন তানজিন তিশা সম্প্রতি তানজিন তিশার টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার যে খবরটি ছড়িয়েছে, সেটিকে মূলত মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, আমি নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছি। তানজিন তিশা বলেন, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে ছিল। এ ছাড়া চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই তার অভিষেক হোক। চেয়েছি শাকিব খানের মতো তারকার সঙ্গেই সিনেমায় পা রাখতে। আরও পড়ুনআরও পড়ুনদেশপ্রেমের গল্পে শাকিবের সঙ্গী তানজিন তিশা ও ঐশী অভিনেত্রী বলেন, কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছি। তারা আমার সঙ্গে আলাপ না করেও এভাবে লিখেছে। আমি সবসময় চেয়েছি, সংবাদকর্মীরা আমার ভাই-সহকর্মী। তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার...