দেশের হয়ে টানা সর্বাধিক ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ডের ভাগীদার আগে থেকেই ছিলেন জর্ডান পিকফোর্ড। সবশেষ ম্যাচে ওয়েলসের বিপক্ষেও কোনো গোল হজম না করে রেকর্ডটি একার করে নেন এই ইংলিশ ফুটবলার। দারুণ ছন্দে দলের এগিয়ে যাওয়ায় অবদান রেখে চলা গোলরক্ষকের ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচটিতে ওয়েলসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রথম ২০ মিনিটের মধ্যে গোল তিনটি করে বিজয়ীরা। তৃতীয় মিনিটে মর্গ্যান রজার্স দলকে এগিয়ে নেওয়ার আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওলি ওয়াটকিন্স। তাদের শেষ গোলদাতা বুকায়ো সাকা। ওয়েলসের ওপর ইংলিশদের আধিপত্য দুই দশক পেরিয়ে তৃতীয়তে পড়ল। এই সময়ে আটবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জিতেছে তারা। আর এই ম্যাচ দিয়েই ইংল্যান্ডের জার্সিতে টানা আট ম্যাচ জাল অক্ষত রাখার নতুন রেকর্ড গড়লেন...