স্টারমার এক বছর ধরে উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্রিটেনের প্রতিরক্ষা খাতের প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়া, ন্যাটো লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেন বৃহস্পতিবার আরও জানিয়েছে, তারা ভারতের সঙ্গে বিদ্যুৎচালিত নৌজাহাজের ইঞ্জিনের জন্য একটি চুক্তিতে নতুন মাইলফলক সৃষ্টি করেছেন। কারণ উভয় দেশ প্রাথমিকভাবে ২৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। গত জুলাই মাসে ভারত ও ব্রিটেনের মধ্যকার বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন নরেন্দ্র মোদি। ২০৪০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরো ২৫ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড (৩৪ বিলিয়ন ডলার) বৃদ্ধি করার কথা আলোচনা হয় বৈঠকে। সেজন্য দুই দেশের টেক্সটাইল পণ্য থেকে শুরু করে হুইস্কি ও গাড়ির ওপর শুল্ক কমানোর মাধ্যমে বিশ্বের পঞ্চম এবং...