১০ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে এক নতুন আশার আলো দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে একটি পরিকল্পনা অনুমোদন পেয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন, যা পুরো মধ্যপ্রাচ্যে শান্তির নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এই ঘোষণা সত্ত্বেও গাজার আকাশে এখনো বোমার শব্দ শোনা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে (বিএসটি) ইসরায়েলি মন্ত্রিসভা ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে অনুমোদন দেয়। পরিকল্পনা অনুযায়ী, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলও শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। পাশাপাশি গাজায় প্রতিদিন মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়া হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে,...