ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি হাঁকালেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এর মাধ্যমে তিনি গড়লেন ইতিহাস। লাল বলের ক্রিকেটে ওপেনার হিসেবে ২৩ বছর বয়সে সর্বাধিক ৭টি সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের। এবার তার পাশে বসলেন জয়সওয়াল। অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়সওয়াল ১৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়। উল্লেখ্য জয়সওয়ালের প্রথম টেস্ট সেঞ্চুরিও এসেছিল একই দলের বিপক্ষে তার অভিষেক ম্যাচে। ২৩ বছর ২৮৬ দিন বয়সী ভারতীয় ওপেনারের সামনে এখনো সুযোগ আছে বিশ্বরেকর্ডটি নিজের করে নেওয়ার। সব পজিশন মিলিয়ে টেস্ট ক্রিকেটে ২৪ বছর পূর্ণ হওয়ার আগে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় সবার ওপরে আছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (১২), এরপর শচীন টেন্ডুলকার...