ইনিংসের শুরুতে সময় নিলেন ইয়াশাসভি জয়সওয়াল। সাবধানী ব্যাটিংয়ে কাটিয়ে দিলেন কঠিন সময়। এরপর ধীরে ধীরে বাড়ালেন রানের গতি। দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে আরেকটি সেঞ্চুরি তুলে নিলেন ভারতীয় ওপেনার। দারুণ কীর্তি গড়ে বসলেন জাভেদ মিয়াঁদাদ, গ্রায়েম স্মিথ, অ্যালিস্টার কুক ও কেন উইলিয়ামসনের পাশে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম দিনে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ২৩ বছর ২৮৬ দিন বয়সী জয়সওয়াল। টেস্টে এটি তার সপ্তম সেঞ্চুরি। বয়স ২৪ বছর পূর্ণ হওয়ার আগে ক্রিকেটের অভিজাত সংস্করণে তার চেয়ে বেশি শতক করতে পেরেছিলেন কেবল তিন জন। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যানের ওই বয়সে সেঞ্চুরি ছিল ১২টি। ক্যারিয়ারে শুরুর এই ধাপে জয়সওয়ালেরই পূর্বসূরি, ভারতীয় ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকার করেছিলেন ১১ সেঞ্চুরি এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রেট গ্যারি সোবার্স ৯ বার...