ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের ‘পকেটে নেওয়ার’ চেষ্টা হচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করলেও সেই দলের নাম মুখে নেন নাই। ফখরুল বলেন, “আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাকে আমরা (বিএনপি) কোনো মতেই বরদাশত করব না। “আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনের সময়ে সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে।” মির্জা ফখরুল বলেন, “অর্থাৎ কোনো দলের কোনো প্রচারণাকে জাতীয় প্রতিষ্ঠান যেগুলো বিবেচনা করে বিশেষ করে বর্তমান যে সরকার, সেই সরকারকে আবারো বলতে চাই—একদম নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। “অন্যথায়, আমরা সেটা আমি মেনে নেব না, এই দেশের মানুষ সেটা মেনে নেবে না।”...