১০ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পিএম ৪৯ তম বিসিএস প্রিলিমিনিয়ারি পরীক্ষা,"সড়কে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়, সঙ্গে যুক্ত হয়েছে সড়কে বিশাল যানজট। এরই মধ্যে শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে রাজধানীতে অবিরাম বৃষ্টি। তীব্র জ্যামের মধ্য দিয়েই যখন একটু একটু করে চলছিল বাস-সিএনজিসহ অন্যান্য যানবাহন। ঠিক তখনই বায়তুল মোকাররমে দক্ষিণ গেট এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করে জামায়াতে ইসলামী। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ জনগণ, বৃষ্টিতে ভিজেই যেতে হয় গন্তব্যস্থলে। ‘দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় আকস্মিক সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।’ সকাল থেকে টানা বৃষ্টিতে শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায়। তার ওপর বায়তুল মোকাররম এলাকায় যান চলাচল বন্ধ থাকায় আশপাশের অঞ্চলে দীর্ঘ যানজট দেখা দেয়। কর্মজীবী মানুষ ও ৪৯তম বিসিএস...