মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার অর্জনের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, তিনি ‘কিছুই না করে’ এই পুরস্কার পেয়েছেন। ট্রাম্প এও অভিযোগ করেন, তিনি ‘আমাদের দেশ ধ্বংস’ করেছেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে তাঁর সাফল্যের কথা তুলে ধরেন। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি কোনো পুরস্কারের জন্য এই কাজ করেননি। অনেকে বলছেন, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে মার্কিন প্রেসিডেন্ট এসব বলছেন। পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন, ওবামা প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। ট্রাম্প বলেন, ‘তিনি কিছুই না করার জন্য’ এটা পেয়েছিলেন। ওবামা একটি পুরস্কার পেয়েছিলেন। তিনি নিজেও জানতেন না, কিসের জন্য (পুরস্কার...