ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর আবারও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১০ অক্টোবর) ফিলিস্তিনি সূত্রের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।গাজার সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর গাজা শহরের জাবালিয়ায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।চুক্তির প্রথম পর্যায়ে নির্ধারিত সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো আংশিক প্রত্যাহার সম্পন্ন করেনি। এরই মধ্যে নতুন করে হামলা হলো।গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং গাজার সূত্র উভয়ই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে, যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে সেখানে তাদের কাছে যেন বাসিন্দারা না যান। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় আইডিএফের মুভমেন্টের সময় জনসাধারণের উপস্থিতি পরিস্থিতি...