বাজারে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বুদবুদ ফেটে যাওয়ার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। ‘ব্যাংক অফ ইংল্যান্ড’ সতর্ক করে বলেছে, বৈশ্বিক বাজারে ‘আকস্মিক পতনের’ ঝুঁকি বাড়ছে, বিশেষ করে শীর্ষস্থানীয় বিভিন্ন এআইভিত্তিক প্রযুক্তি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক বাড়তে থাকা মূল্যায়ন এখন উদ্বেগের জোরালো কারণ হয়ে দাঁড়িয়েছে। নীতিনির্ধারকরা বলেছেন, ফেডারেল রিজার্ভের প্রতি যদি গোটা বিশ্বের বিনিয়োগকারীদের বিশ্বাস কমে যায় তাহলে ‘মার্কিন ডলারের দামে হঠাৎ করেই ধস নামতে পারে’। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের এই সতর্কতা এমন সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর সমালোচনা করছেন এবং তাদের স্বাধীনতা কমানোর হুমকি দিচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। এআই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে অবিরত উত্তেজনা ও আশাবাদ সাম্প্রতিক মাসগুলোতে বাজারে বিভিন্ন এআই কোম্পানির মূল্য বৃদ্ধিতে রকেট গতি যোগ করেছে। যেমন–...