চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি ও বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামে অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।ভেনেজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেত্রী হিসেবে, মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকায় বেসামরিক সাহসের সবচেয়ে অসাধারণ উদাহরণ।নোবেল কর্তৃপক্ষের তথ্যমতে, গত বছর মাচাদোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে। তার জীবনের গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে।মাচাদো শান্তি পুরস্কার বিজয়ী নির্বাচনের জন্য আলফ্রেড নোবেলের উইলে বর্ণিত তিনটি মানদণ্ড পূরণ করেছেন। তিনি তার দেশের বিরোধীদের একত্রিত করেছেন। ভেনেজুয়েলার সমাজের সামরিকীকরণ প্রতিরোধে তিনি কখনো দ্বিধা করেননি। গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের জন্য তিনি তার সমর্থনে অবিচল ছিলেন।শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণামারিয়া কোরিনা মাচাদো...