অনেকদিন ধরে ব্যর্থতার জালে পরে থাকা ব্রাজিল নিজেদের ভাগ্য বদলানোর জন্য প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে বিদেশি কোচ কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে। এর আগের সব কোচ ছিল ব্রাজিলিয়ান। সেই বৃত্ত থেকে বের হবার উদ্দেশ্যেই তারা বিদেশি কোচ নিয়োগ দেয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেওয়া কার্লো আনচেলত্তি ইতোমধ্যে চার মাস পার করে ফেলেছেন। এখনো পর্যন্ত ব্রাজিল তার অধীনে ৪ ম্যাচে দুটি জয় ও একটি করে হার ও ড্র করেছে। ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের আশা জাগানো এই কোচ জাতীয় দলের হিসাবে অন্যান্য কোচদের তুলনায় সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন। ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা গ্যাজেটা দেলো স্পোর্ট’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া জাতীয় দলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। তিনি বছরে ৯.৫ মিলিয়ন ইউরো যা টাকার হিসাবে প্রায় ১৩৪ কোটি...