হংকং চায়নার কাছে হারের পর কথা চড়েছে। কেউ দায় দিচ্ছেন খেলোয়াড়দের, কেউ আবার দোষ চাপাচ্ছেন কোচ ও টিম ম্যানেজমেন্টের ওপর। সমর্থকদের এই দায় চাপানো ও সমর্থনের মাঝেই হংকংয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। তার আগে অধিনায়ক জামাল ভুঁইয়া শুনিয়েছেন কোচের ভুল। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা নিজের ভুল স্বিকার করে নিয়েছেন। ভালো করার প্রত্যয়ও শুনিয়েছেন। তারকাদের বেঞ্চে বসানোর ব্যাখাও দিয়েছেন। দলের অধিনায়ক জামাল মনে করেন তারকাদের বসিয়ে রাখাটাই কোচের ভুল। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের পরের ম্যাচ ১৪ অক্টোবর। অ্যাওয়ে ম্যাচটি খেলতে যাওয়ার আগে জামাল বিমানবন্দরে বলেছেন, ‘শেষ কয়েকটা ম্যাচে আমাকে না খেলানো কোচ কাবরেরার ভুল ছিল।’ একই সঙ্গে তিনি চান শমিত সোমসহ তারকারা যেন শুরু থেকেই মাঠে থাকেন। শুক্রবার (১০ অক্টোবর) দেশ ছাড়ার আগে জাতীয় দলের ম্যানেজার আমের...